ডার্ক ওয়েব কি? জনুন আজই


পৃথিবীতে আপনার কাছে যে ওয়েবসাইট গুলো ভিজিবল বা এক্সেস করা যায় তা মাত্র ৫% আমরা দেখতে পারি যেটাকে আমরা সারফেস ওয়েব বলে থাকি আর বাদ বাকি ৯৫ শতাংশ ডীপ এবং ডার্ক ওয়েব। ভিজিবল বা সারফেস ওয়েবে মধ্যেই রয়েছে গুগল, অ্যামাজন ইত্যাদি যে গুলো আমরা সহজেই দেখতে বা এক্সেস করতে পারি। সারফেস ওয়েবে ডোমেইন নেইম গুলো রিডেবল হয়। যেমন: https://www.google.com. কিন্ত ডার্ক ওয়েবে ডোমেইন নেইম গুলো হিউম্যান রিডেবল না।
ডীপ ওয়েব মূলত রির্সাচ ইডুকেশনাল আর সরকারী গোপনীয়তা কাজে ব্যবহার করা হয়।

আর অপর পক্ষে, ডার্ক ওয়েব ব্যবহার করা হয় ইলিগ্যাল কাজে। ডার্ক ওয়েব মূলত হ্যাকার,ড্রাগস,মার্ডার করা জন্য লোক ভাড়া করা যায়। ডার্ক ওয়েবে প্রবেশ করা জন্য বিশেষ ব্রাউজার ব্যবহার করা হয় যার নাম tor browser. ডার্ক ওয়েব থেকে আপনি হ্যাকার ভাড়ার করা থেকে শুরু করে মাদক, বন্দুক কিনতে পারবে। তবে সেই দুনিয়ায় ডলার অথবা যে টাকা সরকারী ভাবে স্বীকৃত সেই টাকা গুলো চলে না। চলে শুধু ভার্চুয়াল ক্রিপ্টোকারেন্সি। তবে বেশি ভাগ লেনদেন করা হয় বিটকয়েনের মাধ্যমে।

ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে ডার্ক ওয়েবে লেনদেন হয়।
পরিশেষে বলব, আমার ডার্ক ওয়েবে ঘুরাঘুরি করা অভিজ্ঞতা আছে। ডার্ক ওয়েবে আরো অনেক কিছুই হয়। যা আপনি গুগল কিংবা ইউটিউব একটু সময় দিলে সবকিছু জানতে পারবেন।



©️Abdulkaium24

Facebook:
https://www.facebook.com/Abdulkaium243/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

FREE DOLLAR TRICKS IN USA

সংসারের প্রধান উপার্জনকারী মেহেদীর বুকটা ঝাঁঝরা হয়েছিল গুলিতে

৪৫ শতাংশ পর্যন্ত লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত হচ্ছে শিল্প, কল-কারখানার উৎপাদন