কিভাবে আপনার Facebook একাউন্ট নিরাপদ রাখবেন?

সম্প্রতি আইডি হ্যাক বা সিকিউরিটি নিয়ে অনেকে হেল্প চাচ্ছেন। এ ব্যাপারে যখন সমস্যা বুঝার জন্য তাদের বিভিন্ন প্রশ্ন করা হয়, তখন কমন কিছু উত্তর দেখা যায় যেমন:- > নাম্বার হারিয়ে ফেলেছি বা নাম্বার মনে নেই। > জিমেইল এড ছিল না,আবার কারো জিমেইল মনে নেই। আবার কারো আছে কিন্তু দিতে রাজি না। কারণ বিশ্বাসে ত্রুটি আছে ....... একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন:- যদি কারো কাছে ফেসবুক আইডি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই জিমেইল এড করে রাখবেন এবং নিচে যেসব সেটিং বলে দেওয়া হলো এসব ফলো করবেন। তাহলে আশা করি আইডি হ্যাক থেকে বাচবেন। 🔰কিভাবে আপনার Facebook একাউন্ট নিরাপদ রাখবেন?🔰 ১:-আইডির নাম্বার ও ইমেইল only me করে রাখবেন। ২:- জন্ম তারিখ ও only me করে রাখবেন। ৩:-আইডিতে লগইন এলার্ট চালু করে রাখবেন, তাহলে যদি কেউ আইডিতে লগইন করে, তাহলে আপনার কাছে নটিফিকেসন আসবে। ৪:-Trusted contacts-- on রাখা। id তে সবসময় trusted contacts on রাখবেন! ৩-৫ জন বন্ধুকে add রাখবেন ৫:-আইডিতে Two-factor Authentication চালু করে রাখবেন। ৬:-আইডিতে পারলে প্রফাইল লক দিয়ে রাখবেন। আর অপরিচিত কারো ফেরেন্ড রিকোয়েস্ট...