আবিষ্কার হলো ক্যান্সারের ওষুধ..!! এই প্রথম মানুষের শরীরে প্র’য়ো’গ ক’রা হলো। বিজ্ঞানীরা সম্প্রতি ক্যানসার সারানোর জন্য এক নতুনচিকিৎসা পদ্ধতির খোঁজ পেলেন। এটি আর কিছুই নয়, একটি বিশেষ ভাইরাস। এই ভাইরাস ক্যানসার আক্রান্ত কোষগুলিকে নষ্ট করতে পারে। ফলে ক্যানসার আর ছড়াতে পারে না। এর আগে অন্য প্রাণীদের শরীরে এই দাওয়াই প্রয়োগ করে সুফল পাওয়া গিয়েছে। এবার সেটিই প্রথম বার প্রয়োগ করা হল মানুষের শরীরে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে oncolytic virus therapy এই থেরাপিতে Vaxinia নামের একটি ভাইরাস শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। সেই ভাইরাস ক্যানসার আক্রান্ত কোষগুলিকে ধরে ধরে মারতে শুরু করে। কিন্তু আশপাশের সুস্থ কোষের কোনও ক্ষতি করে না। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসটি নিয়ে গত দু’বছর ধরে কাজ চলছে। অন্য প্রাণীদের উপর প্রয়োগ করে রীতিমতো সুফল পাওয়া গিয়েছে। আর তাই এবার পরীক্ষামূকভাবে মানুষের উপরেও প্রয়োগ করা হচ্ছে এটি। বিজ্ঞানীরা জানিয়েছেন, Vaxinia ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের রোগ প্রতিরোধ শক্তি অনেকটা বাড়িয়ে দেয়। এই থেরাপির কথা সম্প্রতি প্রকাশিত হয়েছে EurekAlert জার্নালে। বাইরে থেকে ভাইরা...